সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘যেহেতু সামরিক শাসনের সময় জারি করা আইন প্রয়োজনমতো পরিবর্তনের কথা বলা হয়েছিল। সর্বোচ্চ আদালত এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। এগুলো বাতিল হবে, প্রয়োজন মনে হলে সরকার এগুলোকে আবার নতুন করে আইন করতে হবে। ভূমি মন্ত্রণালয় থেকে বাংলায় করে আইনটি উপস্থাপন করা হয়েছে। দু-একটি জায়গায় তারা পরিবর্তন করেছেন।’
মাহবুব হোসেন বলেন, ‘আইনে বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রয়, বিনিময়, দান বা অন্যভাবে বাংলাদেশের অভ্যন্তরে স্থাবর সম্পদ অর্জন করতে পারবে না। আগে কেবল ক্রয়ের মাধ্যমে মালিকানা নিতে পারতেন। এখন সরকারের অনুমোদন ছাড়া কোনোভাবেই তারা নিতে পারবেন না।’
অর্থসংবাদ/এসএম