ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিবেক সুদ। তিনি বিবেক আজিয়াটা গ্রুপ বারহাদ এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর। ৫৩ বছর বয়সী বিবেক সুদ ২০১৭ সালের ৩ মে রবি বোর্ডে নিযুক্ত হন। তিনি কমার্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৯ সালে ভারতের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে স্বীকৃতি পান।
তিনি সাম্প্রতিক সময়ে টেলিনর গ্রুপ ইনকর্পোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং গ্রুপ চিফ মার্কেটিং অফিসার ছিলেন। ইতিপূর্বে তিনি গ্রামীনফোন বাংলাদেশের সিইও, টেলিনর ইন্ডিয়ার সিইও, টেলিনর ইন্ডিয়ার সিএফও এবং টাটা এআইএ লাইফ ইনস্যুরেন্সের সিও এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন। তিনি এশিয়ান এবং ইউরোপীয় বাজার জুড়ে তার দায়িত্বের মাধ্যমে বৈচিত্র্যময় বৈশ্বিক জ্ঞান অর্জন করেছেন, একাধিক সংস্কৃতি এবং পটভূমি থেকে নেতৃত্ব দিয়েছেন।
বিবেক সুদ কোম্পানির বোর্ড অডিট কমিটির একজন সম্মানিত সদস্য এবং একই সাথে তিনি বোর্ড রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান।
চেয়ারম্যান ছাড়াও রবিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজিব শেঠী। তিনি বিবেক সুদের পরিবর্তে নতুন দায়িত্বে স্থলাভিষিক্ত হবেন।
অর্থসংবাদ/এমআই