শনিবার এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকা আয়োজিত এপ টক: এক্সপে্লারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট চ্যালেঞ্জস ফর বাপেক্স' ভার্চুয়াল শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উন্নয়ন কাজ পরিচালনার জন্য আমাদের প্রচুর গ্যাস লাগবে। হাই প্রেসার জোন এ গ্যাস খোঁজা বা হরাইজন্টাল এক্সপে্লারেশন -এর গ্যাস উত্তোলনের জন্য বিশেষজ্ঞ প্রয়োজন। বাপেক্সকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে কিন্তু বাপেক্সকেই ঠিক করতে হবে তারা তাদের অবস্থান কোথায় দেখতে চায়।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমদ ফারুক। তিনি বাপেক্সের অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।