বিদায়ী সপ্তাহে (৮ অক্টোবর-১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে সি পার্ল বিচ রিসোর্টের ৫৯ লাখ ০৪ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯০ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৭৭ কোটি ২০ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লার্ফাজহোলসিম বাংলাদেশ লিমিটেড।
এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এমরেল্ড অয়েল এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এসএম