যাকাত সমাজের ভারসাম্যহীনতা দূর করে

যাকাত সমাজের ভারসাম্যহীনতা দূর করে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একটি সমাজে ভারসাম্যহীন বিরাজ করে সেই সমাজে সহিংসতা ও অস্থিরতা বাড়ে। সমাজকে ভারসাম্যহীনতা থেকে রক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে যাকাত প্রদান করা। তাতে যাকাত বিনিময়ের মাধ্যমে সমাজের ভারসাম্যহীনতা দূরীভূত হয়।

রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ছাত্র জীবনের কর্তব্য হচ্ছে লেখাপড়া, সময়ানুবর্তিতা ও নিজ বিভাগকে নিয়ে সন্তুষ্ট বা খাপ খাওয়ানো। যখনই যাকাতের স্কলারশিপ নিয়ে নিজেদের পড়াশোনায় মনোযোগী হয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত হতে পারবে তখন এ স্কলারশিপের স্বার্থকতা আসবে।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে কুষ্টিয়া জোনের স্নাতক শিক্ষার্থীদের জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান এবং কার্যকর ই-মেইল লেখার সক্ষমতা বৃদ্ধির অধিবেশন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিজেডএম'র অপারেশন প্রধান কাজী আহমেদ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং স্বাগত বক্তা হিসেবে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সিজেডএমের অতিথিবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, জিনিয়াস বৃত্তি সুবিধা কুষ্টিয়া অঞ্চলে শুরু থেকে এ পর্যন্ত ১২০০ এর অধিক শিক্ষার্থী এ সুবিধা পেয়েছেন। এতে শুধু ইবি ক্যাম্পাসের ৮৯৮ জন এ সুবিধা পেয়েছেন। বর্তমান কুষ্টিয়া অঞ্চলে এ সুবিধা পাচ্ছেন ৬০০ শিক্ষার্থী। যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী ছাড়াও নব্য পুরস্কারপ্রাপ্ত ২০৩ জনের মধ্যে ১৭৩ জন ইবি শিক্ষার্থী।

অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিকেল কলেজের শাহাদাত হোসেন মেহেদী, অর্থনীতি বিভাগের (ইবি) শিক্ষার্থী অমিত কুমার, জিওগ্রাফিক বিভাগের (ইবি) শিক্ষার্থী বৃষ্টি দাস, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের (ইবি) শিক্ষার্থী ইসরাফিল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিবকে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, এই বৃত্তির অন্যতম বৈশিষ্ট হলো সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, উপযুক্ত ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা ও কাউন্সেলিং করা। এছাড়া তাদেরকে জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন সিজেডএম কর্মসূচির সাথে সম্পৃক্ত করে মানবসেবায় উৎসাহিত করা।

কুষ্টিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এসব শিক্ষার্থীরা মনোনীত হয়ে স্কলারশিপ গ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই/সাকিব

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি