সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে উত্থান হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই বেড়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে।
এছাড়াও ‘ডিএস ৩০’ ১ দশমিক ২১ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে।
সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। আজ এক্সচেঞ্জটিতে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৬টি, বিপরীতে ৭৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
অর্থসংবাদ/এসএম