ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ছিল ১৪ দশমিক ৩৩ পয়েন্ট। যা সপ্তাহ শেষে ১৪ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে ১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ।
পিই রেশিও কি?
পিই রেশিও বা প্রাইস আর্নিং রেশিও এর আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় ‘উপার্জনের মূল্য অনুপাত।’ ব্যাবহারিক অর্থে এটাকে লাভের গুনিতক বলা যায়।
শেয়ার বাজারে প্রতিটি শেয়ারের মূল্য এবং প্রতিটি শেয়ারের বিপরীতে কোনো কোম্পানি কী পরিমান আয় করে থাকে, তার অনুপাতকে প্রাইস আনিং রেশিও বা সংক্ষেপে পিই রেশিও বলা হয়। পিই রেশিও দ্বারা স্টকের মূল্যমান নির্ণয় করা যেতে পারে।
অর্থসংবাদ/এমআই