জ্বালানি সংকটে পাকিস্তানে ২৬ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকটে পাকিস্তানে ২৬ ফ্লাইট বাতিল
জ্বালানির অভাবে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ। করাচি, লাহোর, ইসলামাবাদ, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গোয়াদর ও অন্যান্য শহর থেকে ২৬টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েকটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

করাচি থেকে ১৮টি, লাহোর ও ইসলামাবাদ থেকে দুটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া পিআইএ-এর জ্বালানি সমন্বয় পরিকল্পনা অনুযায়ী, আজ সারা দিনে মাত্র তিনটি ফ্লাইট করাচি থেকে যাত্রা করবে।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি এই বিমান সংস্থা চরম অর্থ সংকটে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত জুলাই মাসে ট্যাক্স না দেওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাজস্ব বোর্ড। ফলে পিএসও-এর বকেয়া অর্থ আর পরিশোধ করতে পারেনি এয়ারলাইনটি।

তবে পিআইএ-এর এক মুখপাত্র জিও নিউজকে বলেছেন, পিআইএ কর্মকর্তারা বিষয়টি দেখছেন। ক্রেডিট লাইন চালু হলে আজই জ্বালানি সরবরাহ সচল হবে। ক্ষতিগ্রস্ত বিমান যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না