জাতীয় নির্বাচন ঘিরে কমিশনারদের মধ্যে সমন্বয়হীনতা নেই

জাতীয় নির্বাচন ঘিরে কমিশনারদের মধ্যে সমন্বয়হীনতা নেই

নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে বলে কমিশনের আরেক সদস্য যে মতামত দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। সুষ্ঠু ভোট গ্রহণে কমিশনের সদস্যদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। অবশ্যই দেশে ভোটের পরিবেশ আছে।


তিনি বলেন, নির্বাচন কমিশনের ধারণাপত্রে নির্বাচনের পরিবেশ নেই বলে যে চিঠি লেখা হয়েছে সেটা বাস্তবসম্মত ও যৌক্তিক।


মঙ্গলবার (২৪ অক্টোবর) পটুয়াখালি-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ইসি আহসান হাবিব বলেন, দেশে কী সবসময় ভোটের পরিবেশ একরকম থাকে? উত্তরে নিজেই জানান, শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না।


এর আগে, সরকারি ছুটির দিনেও পটুয়াখালি-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়।


বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালি-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় এক নভেম্বর, মনোনয়নপত্র বাছাই দুই নভেম্বর। সেই সাথে আগামী ৯ নভেম্বরে মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ঠিক করেছে নির্বাচন কমিশন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু