বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৬ পয়সা।
এছাড়া, সমাপ্ত সময় শেষে কোম্পানিটির ইউনিট প্রতি নীট সম্পদ ক্রয়মূল্যে ১০ টাকা ৫৬ পয়সা এবং বিক্রয়মূল্যে ১০ টাকা ৬৪ পয়সায় দাঁড়িয়েছে।
সমাপ্ত সময় শেষে কোম্পানিটির ইউনিট প্রতি নীট অপারেটিং নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৬ পয়সা।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড। তাতে ঘোষিত লভ্যাংশ প্রাথমিক ইউনিট হোল্ডারদের জন্য বার্ষিক ৯ দশমিক ৩১ শতাংশ রিটার্নের সমতুল্য।
অর্থসংবাদ/এমআই