বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, এদিন সব ধরনের সূচক কমেছে। ডিএসই এক্স সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে। যা আগের দিন ছিলো ৪ হাজার ৯৯৭ পয়েন্টে। শরিয়া সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে। যা আগের ছিলো এক হাজার ১২৩ পয়েন্ট। ডিএসই ৩০ সূচক কমেছে ২২ পয়েন্ট। যা বর্তমানে রয়েছে এক হাজার ৬৮৫ পয়েন্টে। আগের দিনে এই সূচক ছিলো এক হাজার ৭০৭ পয়েন্ট।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কমেছে সব ধরনের সূচক। সিএসই এক্স সূচক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫০১ পয়েন্টে। সিএএসপিআই সূচক কমেছে ১৩৮ পয়েন্ট। সিএসই ৩০ সূচক কমেছে ১২০ পয়েন্ট। সিএসই ৫০ সূচক কমেছে ১১ পয়েন্ট। আর সিএসআই সূচক কমেছে ১০ পয়েন্ট।