শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল

শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল
আগামী শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে ওই দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

তিনি আরও জানান, আগামী ৫ নভেম্বর থেকে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও-মতিঝিল এবং সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও সেকশনে মেট্রোরেল চলাচল করবে।

তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে আসতে মেট্রোরেলের সময় লাগে ১৭ মিনিট। মতিঝিল পর্যন্ত এই রুটে চলাচলে সময় লাগবে ৩১ মিনিট। সব স্টেশন চালুর পর ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। নতুন রুটের ভাড়া আগের মত ওয়েবসাইটে দেয়া আছে।

এমএএন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে নভেম্বর মাসের শেষে। মেট্রোরেলে এমআরটি স্থায়ী কার্ডের সংখ্যাও দিন দিন বাড়ছে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ৯০ হাজার যাত্রী চলাচল করছে। মতিঝিল পর্যন্ত পুরোপুরি চালু হলে যাত্রী সংখ্যা হবে ৫ লাখ।

এর আগে রাজধানীতে মেট্রোরেল চলাচল করছে গত ২৮ ডিসেম্বর থেকে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে বলে এখনও পুরোপুরি সুফল মিলছে না। এরইমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা