মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৬২তম সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।
যদিও তিন প্রান্তিক তথা ৯ মাস (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ২০ টাকা ১১ পয়সা। হিসাব অনুযায়ী, গত ৯ মাসে কোম্পানিটির মুনাফা ১০ টাকা ৭৭ পয়সা বা ৫৩ শতাংশ বেড়েছে।
এদিকে, লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ২১ নভেম্বর।
অর্থসংবাদ/এমআই