ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮০১ বারে ৩৯ লাখ ৩৫ হাজার ৮০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৪৭ বারে ৩৭ লাখ ৭৩ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ ক্যাবলসের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১১ বারে ১১ লাখ ৫৬ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- নিটল ইন্স্যুরেন্সে ৬ দশমিক ৩৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২১ শতাংশ, খান ব্রাদার্সের ৫ দশমিক ৮৮ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৩ শতাংশ, এশিয়ার প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৩ শতাংশ ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪০ শতাংশ শেয়ার দর কমেছে।