বেস্ট হোল্ডিংসের বিডিংয়ের তারিখ ঘোষণা

বেস্ট হোল্ডিংসের বিডিংয়ের তারিখ ঘোষণা
কাট-অফ প্রাইস নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করতে চলা বেস্ট হোল্ডিংস লিমিটেড বিডিংয়ের তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ নভেম্বর বিকাল ৪টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত এই বিডিং বা নিলাম চলবে।

রোববার (৫ নভেম্বর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইলেকট্রনিক সাব্সক্রিপশন সিস্টেমের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। আলোচ্য বিডিংয়ে অংশ নিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেকেন্ডারি মার্কেটে ন্যূনতম ৩ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। তবে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ড, পেনশন ফান্ডের ক্ষেত্রে দেড় কোটি টাকা বিনিয়োগ থাকলেই নিলামে অংশ নেওয়া যাবে।

তবে কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিডিংয়ে অংশ নিলে কমপক্ষে ২০ লাখ টাকার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করতে হবে।

আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে নির্ধারিত সময়ে ডিএসইর কাছে বিডিং ফি (৫ হাজার টাকা) জমা দিতে হবে।

এর আগে বিএসইসির ৮৮৫তম সভায় আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। উত্তেলিত টাকা তারা বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ ও আইপিও’র খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৫৬ টাকা ৩৪ পয়সা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩২ টাকা ২৬ পয়সা, শেয়ার প্রতি আয় ১ টাকা ২৪ পয়সা এবং গত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি আয় দশমিক ৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত