গার্মেন্ট খাতে মজুরি কাঠামো পুনর্নির্ধারণে সরকার চলতি বছর মজুরি বোর্ড গঠন করে। এখন পর্যন্ত বোর্ডের পাঁচটি সভা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ সভায় সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য মালিকপক্ষের প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা। একই গ্রেডে শ্রমিকপক্ষের দাবি ২০ হাজার ৩৯৩ টাকা।
মজুরি বোর্ডের পঞ্চম সভা হয় ১ নভেম্বর। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সভাটি। তবে মালিকপক্ষ তাদের প্রথম প্রস্তাব থেকে মজুরি বাড়াতে সম্মত হয়। আজকের সভায় মালিকপক্ষের নতুন সুপারিশ প্রস্তাব আকারে জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া বলা হয়, সরকার যে সিদ্ধান্ত নেবে মালিকপক্ষ তা মেনে নেবে। রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ড অফিসে পঞ্চম সভা শেষে এ কথা জানিয়েছিলেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।
এদিকে মজুরি বৃদ্ধি ও নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। শিল্প অধ্যুষিত গাজীপুর এলাকায় গতকালও তারা বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ বাধা দিলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে কমপক্ষে চার শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মহানগরীর কাশিমপুর, জরুন ও কোনাবাড়ী এলাকায় গতকাল বিভিন্ন সময় এ ঘটনা ঘটে।
অর্থসংবাদ/এমআই