মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে কোম্পানিটি সবচেয়ে বড় ডায়ালাইসিস ফ্লুইড উৎপাদন শুরু করবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, প্ল্যান্ট সম্প্রসারণ ও উৎপাদন ক্ষমতা বাড়াতে ইতোমধ্যে চীন থেকে নতুন মেশিনারি আমদানি করেছে লিবরা ইনফিউশন। এছাড়া কোম্পানিটির সকল সিভিল, ইলেকট্রিক্যাল এবং এইচভিএসি নির্মাণও সম্পন্ন হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য উৎপাদন শুধুমাত্র দেশের চাহিদা মেটাতে নয় বরং ডায়ালাইসিস ফ্লুইড রপ্তানির উদ্দেশ্যেও করা হয়েছে।
অর্থসংবাদ/এমআই