পাঁচ দিনে ২৭০০ টন আলু আমদানি, কমেছে দাম

পাঁচ দিনে ২৭০০ টন আলু আমদানি, কমেছে দাম
মানুষের নিত্যদিনের সবজি হিসেবে পরিচিত আলুর দাম গত কয়েক সপ্তাহে ব্যাপক বেড়েছে। তাতে দাম নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো আলু আমদানির অনুমতি দেয় সরকার। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে দেশে প্রথম আলু আমদানি শুরু হয়। এরমধ্যে গত পাঁচ দিনে ২ হাজার ৭০০ টন আলু এসেছে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানির আলু প্রবেশ করছে। এখন পর্যন্ত থেকে ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে দেশে আমদানির আলু আসায় পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। খুচরা বাজারেও ৫০ থেকে ৫৫ টাকায় আলু পাচ্ছেন ক্রেতারা। যদিও আগের বছর এর অর্ধেক দামে আলু কিনেছিলো সাধারণ মানুষ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে রামপুরা বাজারে দেখা যায়, প্রতিকেজি আলু মানভেদে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা তিনদিন আগে ৬০ টাকা এবং এক সপ্তাহ আগে ৭০ টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন: সবজির দাম সামান্য কমলেও চিনি-আলু-পেঁয়াজ চড়া

ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা আলুর পরিমাণ চাহিদার তুলনায় কম হলেও দেশের বাজারে দাম কমতে শুরু করেছে। এছাড়া বাজারে উত্তরাঞ্চলের আগাম আলু আসতে শুরু করেছে।

জানা গেছে, পাইকারি বাজারে দেশি আলুর দাম কেজিপ্রতি ১৫ টাকা কমেছে। অন্যদিকে, সরকার নির্ধারিত আলুর দাম খুচরা বাজারে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু খুচরা বাজারে এখনও কেজিপ্রতি ২০ টাকা বেশি গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

রাজধানীর শ্যামবাজারের এক পাইকারি ব্যবসায়ী বলেন, পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৩ থেকে ৩৫ টাকা দামে। যা আগের থেকে ১৫ টাকা কম। যে কারণে খুচরা বাজারে ৪০-৪৫ টাকা দামে আলু বিক্রি করার কথা। তবে খুচরা ব্যবসায়ীরা এখনও দাম কমাননি। আগে কেনার অজুহাতে সামান্য কিছু কমিয়ে বিক্রি করছে।

অর্থসংবাদ/আজাদ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ