খোলাবাজারে ডলারের রেকর্ড দাম

খোলাবাজারে ডলারের রেকর্ড দাম
দেশে গত বছর থেকে ব্যাপক আকারে ডলার সংকট দেখা দিয়েছে। তাতে আমদানি পণ্যে সীমারেখা টানলেও ডলার সংকটের কোন সমাধান দেখা যায়নি। বরং শেষ কয়েক মাসে ডলারের দাম বাড়ালেও সংকট যেন আরও তীব্র হয়ে উঠেছে। এতে বাফেদা নির্ধারিত দর ছাড়িয়ে খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে কয়েক শতাংশ বেশি দামে।

আজ খোলাবাজারে নগদ ডলারের দর একদিনেই সাড়ে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৫০ পয়সায়। গতকাল বুধবারও যা ছিল ১২২ থেকে ১২৩ টাকা। এর আগে কখনো ডলারের দর এতো উঠেনি বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

ব্যাংকগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ১২২ টাকার বেশি দরে ডলার কেনার বিষয়টি জানাজানির পর খোলাবাজারেও নগদ ডলারের দর দ্রুত বাড়ছে। গত সপ্তাহেও প্রতি ডলার ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে ছিল।

ডলার সঙ্কটের এ সময়ে দর নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার মাধ্যমে দর ঠিক করে দেওয়া হচ্ছে। বর্তমানে এবিবি ও বাফেদার নির্ধারিত দর রয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। আর বিক্রির দর নির্ধারিত আছে ১১১ টাকা।

এদিকে ডলার সংকট কাটাতে রেমিট্যান্সের প্রণোদনার হার বাড়ানো হয়েছে। তাতে গত মাসে প্রায় ২০০ কোটি পরিমাণ রেমিট্যান্স এসেছিলো। কিন্তু প্রবাসী আয়ে কিছুটা স্বস্তি দিলেও একই সময়ে রপ্তানি আয় কমেছে। ডলার সংগ্রহের দুই প্রধান উৎসে নিয়মিত আয়ের পরিমাণ না বাড়লে আরও বিপাকে পড়বে বাংলাদেশ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ