বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস’ উদযাপন

বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস’ উদযাপন

বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৩’ উদযাপন করা হয়েছে।


শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে নানান আয়োজনে এই দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করে সংগঠনটি। র‍্যালী শেষে অনুষদের অডিটোরিয়ামে ওয়েবিনার অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাউন্টটিং এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান।


আয়োজিত ওয়েবিনারে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাপান একাউন্টিং এসোসিয়েশনের সভাপতি এবং গ্রাজুয়েট স্কুল অব বিজনেস অ্যান্ড ফিন্যান্সের অধ্যাপক আকিরা উসাই।


এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের সাবেক ডিন অধ্যাপক ভাবাতোষ ব্যানার্জি, ভারতের জয় নারায়ণ ভাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জসরাজ ভোরাসহ অন্যান্য বিদেশি ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের আট বিভাগীয় সদরের একাউন্টিং এসোসিয়েশন সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করে থাকেন। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশেও উদযাপিত হয়ে থাকে।


অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বিজনেস নিউজ পোর্টাল ‘অর্থসংবাদ’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান