নির্বাচনে সেনা মোতায়েনের প্রক্রিয়া চলছে

নির্বাচনে সেনা মোতায়েনের প্রক্রিয়া চলছে
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়ার এখতিয়ার সবার আছে। তবে নির্বাচন বানচাল করা বা অন্যকে নির্বাচন করতে না দেওয়ার অধিকার আইন কাউকে দেয়নি। এ রকম কেউ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ, নির্বাচন না করার অধিকার তাদের একক কিংবা দলীয় সিদ্ধান্ত। তাই কাউকে বাধা দেওয়া যাবে না।

রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্বিবেচনা করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, আমরা এখনও কারও কাছ থেকে কোনো আবেদন পাইনি। যদি কেউ নির্বাচনে আসে বা নির্বাচনের সময় নিয়ে যদি কারও কথা থাকে, তবে সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। সেই বিবেচনা করার মতো যথেষ্ট সময় আমাদের আছে।

তিনি আরও বলেন, ছোট-বড় বিভিন্ন দল এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তাতে মনে হচ্ছে, এবারের নির্বাচনে অনেকেই মাঠে থাকবেন এবং প্রতিদ্বন্দ্বিতা হবে। এই নির্বাচন বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচন গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই। যে কোনো মূল্যে তা গ্রহণযোগ্য করতে হবে।

নির্বাচনে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট কর্মকর্তার কেউ পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন এ নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে কোনো ছাড় দেওয়া হবে না। পক্ষপাতমূলক আচরণ ও শৈথিল্য দেখানো যাবে না।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু