সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ নভেম্বর) ডিএসইতে এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫৩ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ারদর ৬ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৬৭ শতাংশ।
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, মুন্নু এগ্রো, মেঘনা সিমেন্ট মিলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, মুন্নু সিরামিক এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ।