রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজ

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি আরভিকা’। বুধবার (২৯ নভেম্বর) ভোর ৪টায় বন্দরের হাড় হারবাড়িয়া এলাকায় নোঙর করে জাহাজটি।


জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিংয়ের অপারেশন ম্যানেজার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, এর আগে গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে এম ভি আরভিকা জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করার পর সকাল থেকে কয়লা খালাস শুরু করা হয়েছে। খালাস করা কয়লা লাইটারে করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।


রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। সে হিসেবে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে জানান রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।


এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির ২টি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা