ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চট্টগ্রামের পাহাড়তলীর কারখানা প্রাঙ্গনে লেদার ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রাথমিক বিনিয়োগ হিসেবে ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করবে ইমাম বাটন। ধাপে ধাপে ৭ কোটি ৩০ লাখ বিনিয়োগ করবে কোম্পানিটি।
আলোচ্য কারখানার পরিধি ১৯ হাজার ৫০০ বর্গফুট এবং অফিসের আয়তন ১ হাজার বর্গফুট। এখানে কোম্পানিটি প্রতি বছর ১ লাখ ৬০ হাজার জোড়া পাকা চামড়া উৎপাদন করতে পারবে। যার থেকে প্রতি বছর ২ কোটি টাকা মুনাফা আসবে।
প্রসঙ্গত, ট্যানারি শিল্প বলতে চামড়া পাকা করা বা প্রক্রিয়াজাত করা হয়, এমন কোনো শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। ট্যানারিতে পশুর কাঁচা চামড়া পাকা করার পর জুতা, ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট ইত্যাদি উৎপাদনের উপযোগী চামড়া তৈরি করা হয়।
অর্থসংবাদ/এমআই