সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-২৮) প্রথম ৬ দিনে বিভিন্ন খাতে ৮৩ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা এসেছে। বুধবার (৫ ডিসেম্বর) কপ-২৮ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন এ তহবিলের পরিমাণ আরও বাড়বে। প্রতিদিনই নতুন নতুন তহবিলের ঘোষণা আসছে।
জানা গেছে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন প্রথম ছয় দিনে ৮৩ বিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করেছে। এরমধ্যে রয়েছে খাদ্য ব্যবস্থার রূপান্তর, স্বাস্থ্য সম্পর্কিত এবং ভারী-নিঃসরণকারী শিল্পকে ডিকার্বোনাইজ করার উদ্যোগ।
তবে বিশেষজ্ঞদের মতে প্রতি বছরই এ ধরনের তহবিল গঠন হলেও কার্যকর উদ্যোগ তেমন থাকে না। ফলে তহবিলের যথাযথ প্রভাব দেখা যায় না।
গত ৩০ নভেম্বর থেকে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। যা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
১৭৬০ সালের পর ইউরোপে যখন শিল্প বিপ্লবের সূচনা, তখন থেকেই প্রকৃতির বিপদ শুরু। তখন থেকেই পৃথিবীতে কার্বন নিঃসরণ শুরু হয়। এর ফলে দিন দিন বাতাসের উষ্ণতা বেড়েছে, হয়েছে বায়ুদূষণ।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ১ দশমিক ৬২ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে একবিংশ শতাব্দী শেষে পৃথিবীর বুক থেকে প্রায় অর্ধশত দেশ সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যাবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা, খরা, দাবানল বেশি হচ্ছে। এ কারণে এবারের জলবায়ু সম্মেলনের যথেষ্ট গুরুত্ব রয়েছে।