ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২১৩ বারে ৫৯ লাখ ৫৭ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৪৮০ বারে ৬৯ লাখ ৮৩ হাজার ৬৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৩ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩০২ বারে ৪ লাখ ৮৩ হাজার ৩৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ল্যাম্পসের ৪ দশমিক ০৭ শতাংশ, খান ব্রাদার্সের ৩ দশমিক ৮৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩ দশমিক ৪৮ শতাংশ, পদ্মা অয়েলের ২ দশমিক ৮৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ২ দশমিক ৮০ শতাংশ, আমরা টেকনোলজিসের ২ দশমিক ৭২ শতাংশ এবং তসরিফার শেয়ার দর ২ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।