পেঁয়াজের সঙ্গে বাড়ছে রসুনের দাম

পেঁয়াজের সঙ্গে বাড়ছে রসুনের দাম
ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে হু হু করে বেড়েছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানেই কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০০ শতাংশের বেশি। পেঁয়াজের দরের সময় রসুনেও গরম লেগেছে। গত দুই দিনের ব্যবধানে রসুন কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

গতকাল রাজধানীর মহাখালী কাঁচাবাজার, তেজগাঁও, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা ভারতের পেঁয়াজ কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। দেশি রসুন কেজিতে ২০ টাকা বেড়ে ২৪০ টাকা এবং আমদানীকৃত বড় সাইজের রসুন কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মহাখালী কাঁচাবাজারের মুদি ব্যবসায়ী নির্মল ঘোষ বলেন, ‘রবিবারে নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও রসুনের দাম বেড়েছে। পেঁয়াজ ও রসুনের মূল্যবৃদ্ধির কারণে বিক্রি অনেক কমে গেছে।’

জানা গেছে, অন্যায্যভাবে কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে যাওয়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা অভিযান চালাচ্ছে।

গত তিনদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশের বেশ কয়েকটি বাজারে অভিযান চালায়। সেখানে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করার পাশাপাশি বেশি দামে বিক্রি করায় অনেক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। গোয়েন্দা বিভাগের একাধিক দল মাঠে নেমে তথ্য সংগ্রহ করছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি যারা করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান