দাম কমতে শুরু করেছে পেঁয়াজের

দাম কমতে শুরু করেছে পেঁয়াজের
দুই দিনের ব্যবধানে প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা পেঁয়াজের দাম কমেছে। লালমনিরহাটের কালীগঞ্জে শিয়ালখোওয়া বাজারের এমনটাই দেখা গেছে।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জে শিয়ালখোওয়া বাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা।

এই একই বাজারে গত দুই দিন আগে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২০ টাকা দরে।

পেঁয়াজের দাম কমার কারণ জানতে চাইলে মো. জমসের আলী নামের এক বিক্রেতা জানান, বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। নতুন এই পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এ ছাড়া পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারাও পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছিলেন। পেঁয়াজ যেহেতু পচে যায়, বেশি দিন রাখা যায় না; সেটিও পেঁয়াজের দাম কমার একটি কারণ। পেঁয়াজের দাম কমায় ব্যবসায়ীদের লোকসান হচ্ছে বলেও জানান তিনি।

পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করলেও সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ৩০-৪০ টাকা হলে ভালো হতো। বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছে। যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করল তখন কোনো লেবার খরচ বাড়েনি। তারপরও অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এর দাম বাড়িয়ে দিয়েছে। তাদের আমরা মনিটরিং করছি। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ