মানুষের এই তথ্য জানার আগ্রহকে কুর্নিশ জানাতে প্রতি বছরই উইকিমিডিয়া ফাউন্ডেশন একটা সমীক্ষা চালায়, সেখানে দেখা হয়, সারা বছর মানুষের আগ্রহ কোথায় ছিল। অর্থাৎ উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি কাদের খোঁজ করেছেন বিশ্বের মানুষ।
বছর জুড়ে নানান বিষয়ের পাশাপাশি বিখ্যাত মানুষ বা বিখ্যাত হয়ে ওঠা মানুষগুলোকে সার্চ করেন সবাই। যেমন ২০২৩ সালে সবচেয়ে বেশি যার ব্যাপারে মানুষ সার্চ করেছেন তিনি হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। চলতি বছরই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কিয়ারা। জনপ্রিয় অভিনেত্রীর সাজগোজ থেকে লাভ লাইফের খুঁটিনাটি জানতে অনুরাগীদের আগ্রহ ছিল প্রবল। তাই অভিনেতাদের পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চ শীর্ষে ছিলেন কিয়ারাই।
তালিকার দ্বিতীয়তে রয়েছেন শুভমান গিল। বিশ্বকাপ থেকে আইপিএল, এশিয়া কাপ-সহ নানা টুর্নামেন্টে নজরে ছিলেন ভারতীয় ওপেনার। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সারা বছর চর্চা চলেছে তরুণ তারকাকে নিয়ে। শুভমানের প্রেমকাহিনি জানতে উৎসাহের ঘাটতি ছিল না এতটুকু। কখনো অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছে শুভমানের তো কখনো শোনা গিয়েছে, শচীনকন্যা সারা তেণ্ডুলকরের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। সেসব জানতেই এই খোঁজাখুঁজি আর কী!
এই তালিকায় আরও আছে জে রবার্ট ওপেনহেইমার, টেইলর সুইফট, ক্রিস্টিয়ান রোনালদো, লিওনেল মেসি, ম্যাথু পেরি, ইউনাইটেড স্টেট, ইলম মাস্ক, লিসা মেরি প্রিসলি, অ্যান্ড্রু টেট।
এছাড়াও চলতি বছর ইজরায়েল-গাজা সংঘর্ষ নিয়েও প্রচুর প্রশ্ন জেগেছে আমজনতার মনে। যার উত্তর পেতে দেদার গুগল সার্চ করা হয়েছে। এছাড়াও সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, হলিউড ছবি ওপেনহেইমার, চন্দ্রযান ৩, চ্যাটজিপিটির মতো বিষয়গুলো বেশি পরিমাণ সার্চ করা হয়েছে গুগলে।