মাহির ব্যাংকে আমানত ১ লাখ, ঋণ ১৮ লাখ টাকা

মাহির ব্যাংকে আমানত ১ লাখ, ঋণ ১৮ লাখ টাকা
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির ব্যাংকিং খাতে যে পরিমাণ আমানত বা জমা রেখেছেন, তার থেকে সাড়ে ১৬ গুণ বেশি ঋণ নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিলকৃত মাহিয়া মাহির হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। তিনি রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হলফনামা সূত্রে জানা গেছে, এই নায়িকার পুরো নাম- শারমিন আকতার নিপা মাহিয়া। তার বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে নিজের নামে প্রায় আড়াই লাখ টাকা রয়েছে তার। চড়েন ৫৬ লাখ টাকার জিপে।

হলফনামায় মাহি নিজের পেশা লিখেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। ব্যবসা থেকে বার্ষিক আয় ৩ লাখ টাকা দেখিয়েছেন তিনি। পেশা থেকে দেখিয়েছেন ৪ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ১ লাখ ২৫ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, নায়িকার নগদ টাকা রয়েছে দেড় লাখ, ব্যাংকে জমা ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা এবং ব্যাংকঋণ আছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা। মাহির স্বামী রকিব সরকারের হাতে নগদ আছে ৩ লাখ টাকা, তার নামে ব্যাংকে জমা ২৫ কোটি ৮১ লাখ ৫৫০ টাকা।

৫৬ লাখ ২৫ হাজার টাকা দামের জিপ ব্যবহার করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার স্বামী চড়েন ৮৩ লাখ টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে। নিজের নামে আছে ৩০ তোলা স্বর্ণ, যার মূল্য দেখিয়েছেন ১৫ লাখ টাকা। তবে কোনো স্থাবর সম্পদ নেই মাহির।

মাহির স্বামীর নামে রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার দাম দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। নিজের নামে কিছু না থাকলেও মাহির স্বামীর নামে আছে ৮০ হাজার টাকার আসবাব ও ইলেকট্রনিকসামগ্রী।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ