ওয়াইফাই ব্যবহার করুন
যতটা পারবেন বেশি করে ওয়াইফাই ব্যবহার করুন। মোবাইল ডেটা বাঁচানোর এটিই সবথেকে সহজ এবং ভালো উপায়। আপনার স্মার্টফোন থেকে যখন কোনও জরুরি কাজ করছেন, যার জন্য প্রয়োজন বিপুল পরিমাণে ডেটা, তখন অতি অবশ্যই ব্যবহার করুন ওয়াইফাই। এছাড়াও কোনো স্ট্রিমিং বা লাইভ ম্যাচ দেখা ক্ষেত্রে যতটা সম্ভব মোবাইল ডেটা ব্যবহার করা বন্ধ করুন। পারলে সেগুলি ওয়াইফাই চালু করেই দেখুন। বহু দিন নিজের মোবাইল ডেটা প্ল্যানটি বাঁচিয়ে রাখতে এই প্ল্যানের বিকল্প কিছু নেই।
হেভি-ডেটা অ্যাপস ব্যবহার বন্ধ করুন
মোবাইল ইন্টারনেটের সাহায্যে হেভি-ডেটা অ্যাপস ব্যবহার করবেন না। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপস রয়েছে, যেগুলি অতিরিক্ত পরিমাণে ডেটা খরচা করাতে বাধ্য করে গ্রাহকদের। সেই তালিকায় রয়েছে Spotify, YouTube বা Netflix-এর মতো একাধিক মোবাইল অ্যাপ্লিকেশনস। মোবাইল ডেটা খরচ করে এই ধরনের অ্যাপস ব্যবহার করা বন্ধ করুন। আর যদি একান্তই দেখতে হয়, সেক্ষেত্রে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে একটা লিমিট বেঁধে দিন। এই ধরনের হেভি ডেটা অ্যাপলসগুলি ব্যবহার করার ক্ষেত্রে অতি অবশ্যই ওয়াইফাই এর শরণাপন্ন হোন।
অ্যাপের ক্ষেত্রে ডেটা ব্যবহার নির্দিষ্ট করুন
নির্দিষ্ট কিছু অ্যাপের ক্ষেত্রে ডেটা ব্যবহার লিমিটেড করুন।
লং-রানের ক্ষেত্রে আপনি যদি আপনার স্মার্টফোনের ডেটা ইউসেজ লিমিটেড করতে পারেন, তাহলে বড় লাভ।
মোবাইলে ডেটা লিমিট বেঁধে দিন
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে নির্দিষ্ট একটি ডেটা লিমিট বেঁধে দিন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করানোর পরই বেঁধে দিন ডেটা লিমিট। আর তার ফলে আপনার মোবাইল ইন্টারনেট অনেকটাই সাশ্রয় করতে পারবেন।
আর এখানে গিয়েই আপনার ফোনের জন্য একটি ডেটা ওয়ার্নিং বেঁধে দিতে পারেন। এছাড়াও আপনার ফোনের ডেটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এখান থেকেই লিমিটও বেঁধে দিতে পারবেন।
ডেটা সেভার মোড অন রাখুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মোড। এই বিশেষ মোড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে, অ্যান্ড্রয়েডে যে কোনও অ্যাপের অধিক পরিমাণে ডেটা ইউসেজের হার কমিয়ে দেবে।
এমআই