এসএমই মার্কেটে দরপতন, কমেছে লেনদেন

এসএমই মার্কেটে দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দরপতন হয়েছে। একই সঙ্গে এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন কমেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৫ পয়েন্টে।


এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টির।


আজ এসএমইতে ২৬ লাখ ৬৮ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৯৩ লাখ ২৯ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৬ লাখ ০৪ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা।


আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩০৩ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩৬ লাখ ৯০ হাজার টাকা।


আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কৃষিবিদ ফিড লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৫ লাখ ২৮ হাজার ২৬৫টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা।


মঙ্গলবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি পেইন্টস। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৭০ পয়সায়।


অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে বেঙ্গল বিস্কিট লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৮০ শতাংশ কমেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত