ইবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক মামুনুর

ইবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক মামুনুর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সমর্থিত প্যানেলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ১২১টি ভোট পেয়ে সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান ১২১টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে রাত ১০টায় নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪০৮ জনের মধ্যে ২৮২জন ভোট প্রদান করেন।

এ কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ (ইংরেজি বিভাগ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার (ব্যবস্থাপনা বিভাগ), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. ইব্রাহিম আব্দুল্লাহ (কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া (কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগ), অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান (ইংরেজি বিভাগ), অধ্যাপক ড. মো. আনিছুর রহমান (গণিত বিভাগ), অধ্যাপক ড. মো. শাহজাহান মন্ডল (আইন বিভাগ), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (অর্থনীতি বিভাগ), অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান (গণিত বিভাগ), সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন (ব্যবস্থাপনা বিভাগ), সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ), সহকারী অধ্যাপক সাহিদা আখতার (আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ), সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক (মার্কেটিং বিভাগ)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রহমান বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত করে, প্রগতিশীলতার চর্চা করে এবং শাপলা ফোরামের প্রতিনিধি হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও অগ্রগতির জন্য কন্ট্রিবিউট করা, সার্বিকভাবে একাডেমিক পরিবেশ ভালো রাখা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে আমাদের শিক্ষক এবং ছাত্রদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রগতির জয় হয়ে, শাপলা ফোরামেরই জয় হয়েছে। আমরা পৃথকভাবে নির্বাচন করার পরেও সেই একত্রে নির্বাচন করার অনুভূতিটাই অনুভূত হয়েছে। শিক্ষক সমাজের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নিয়ে আমরা কাজ করব। সবার মতামত নিয়ে কীভাবে বিশ্ববিদ্যালয় কে আরো সুন্দর করা যায় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে জন্য আওয়ামীপন্থী অন্তর্ভুক্ত ও জামায়াতপন্থীসহ তিন প্যানেলের মোট ৪৫জন এবং একজন সাধারণ সম্পাদক পদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যদিকে, বিএনপিপন্থী শিক্ষকরা নির্বাচন বর্জন করেছেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি