ডিএসইতে কমেছে পিই রেশিও

ডিএসইতে কমেছে পিই রেশিও
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে পিই রেশিও কমেছে দশমিক ২০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৮২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা কমে ১৪ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমেছে।

পিই রেশিও কী?


প্রাইস আর্নিং রেশিও (পিই রেশিও) দ্বারা একটা স্টক কেনার পরে সেই স্টক এর মূল্য ফেরত পেতে কত সময় লাগতে পারে সেটার একটা হিসাব পাওয়া সম্ভব। একটি কোম্পানির বিগত ও ভবিষ্যতের আয়ের উপর নির্ভর করে আপনার স্টকের মূল্য ফেরতের সময় কাল নির্ধারণ করে দিবে এই পিই রেশিও।

পিই রেশিও কীভাবে কাজ করে?


পিই রেশিও যত কম হয়, বিনিয়োগ ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম হয়। পিই রেশিওর একটি উদাহরণ দেয়া যেতে পারে- ধরা যাক, একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য ৪৫ ডলার। আর সেখান থেকে কোম্পানির বাৎসরিক শেয়ার প্রতি আয় যদি ৫ ডলার হয় তাহলে ওই কোম্পানির পিই রেশিও হবে ৯ ডলার।

অর্থাৎ কোম্পানিটি যদি তার বাৎসরিক আয়ের পুরোটা শেয়ারের লভ্যাংশ হিসেবে বিতরণ করে দেয়, তবে বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে ৯ বছর সময় লাগবে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত