বিএনপি এ দেশের রাজনীতির জন্য বিষফোড়া

বিএনপি এ দেশের রাজনীতির জন্য বিষফোড়া
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশের রাজনীতির জন্য বিষফোড়া। এ বিষফোড়াকে রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।

আজ শনিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

ওবায়দুল কাদের এ সময় বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু। গণতন্ত্রের শত্রু। তাঁদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান। ... শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই তিনি এসেছেন।

ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের চর হাজারী, মুছাপুর, বসুরহাট, রংমালা বাজার, বাংলাবাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তাঁর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতা উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ (লাঙ্গল), জাসদের মকছুদের রহমান (মশাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু