এলএমইতে ছয় সপ্তাহের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম

এলএমইতে ছয় সপ্তাহের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। ধাতুটির প্রধান কাঁচামাল উৎপাদক গিনিতে জ্বালানি ডিপো বিস্ফোরণ, ডলারের অবনমনসহ নানা কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।


অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় বক্সাইট। শীর্ষস্থানীয় বক্সাইট সরবরাহকারী গিনির একটি জ্বালানি তেলের টার্মিনালে বিস্ফোরণের ফলে কাঁচামাল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে গতকাল চীনা অ্যালুমিনা ফিউচার রেকর্ড উচ্চতায় বেড়েছে।


এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ ডলার ৫ সেন্টে। এর আগে একই দিনে ধাতুটির লেনদেন টনপ্রতি গত ৬ নভেম্বরের পরে সর্বোচ্চ ২ হাজার ২৯২ ডলারে ওঠে।


এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে হামলা চালানোর কারণে অনেক পণ্যবাহী জাহাজ সুয়েজ খাল এড়িয়ে বিকল্প রুটে চলাচল করছে। এতে পরিবহন খরচ বৃদ্ধিসহ সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি করেছে।


অন্যদিকে, গতকাল এলএমইতে তামার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৪ ডলার ৫ সেন্টে। প্রতি টন দস্তার দাম ২ শতাংশ বেড়ে উঠেছে ২ হাজার ৫৯৮ ডলার ৫ সেন্টে। সিসার দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ ডলার ৫ সেন্ট। একই সময়ে টিনের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। প্রতি টন বিক্রি হয়েছে ২৫ হাজার ১৯৫ ডলারে। তবে কমেছে নিকেলের দাম। গতকাল দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ধাতুটির দর নেমেছে ১৬ হাজার ৮৭৫ ডলারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান