জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি জানুয়ারিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি জানুয়ারিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে। আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষে মার্চের শুরুতে ক্লাস শুরু হতে পারে। দ্রুত এ নিয়ে সভা করে চূড়ান্ত তারিখ জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


এদিকে, গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি ও এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি হবে। আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা নেবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অপেক্ষমাণ তালিকা থেকেও কয়েক দফায় ভর্তি নিয়ে আসন পূরণ করবে কর্তৃপক্ষ।


শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরমধ্যে অন্যতম হলো—জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন নেওয়া শুরু করা। ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।


উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, শিগগির এ সংক্রান্ত সভা ডাকা হবে। সেখানে চূড়ান্ত হবে তারিখ। চূড়ান্ত দিনক্ষণ হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।


জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে সারাদেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।


অন্যদিকে গত শিক্ষাবর্ষে ডিগ্রিতে (পাস কোর্স) প্রথমবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের এক হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়।


প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি, পোষ্য কোটা তিনটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি