হিলিতে আলুর দাম কেজিতে বাড়ল ১০ টাকা

হিলিতে আলুর দাম কেজিতে বাড়ল ১০ টাকা

দুদিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। তবে বাজারে দেশীয় নতুন আলু আসার পরেও দাম বাড়তি থাকায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। গত ১৫ ডিসেম্বর ভারতীয় আলু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় হিমাগারগুলোয় থাকা পুরনো আলুর মজুদ ফুরিয়ে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


কিছুদিন গেলে পুরোদমে দেশীয় নতুন আলু বাজারে আসতে শুরু করবে। তখন দামও কমে আসবে বলে মনে করেন আলু বিক্রেতারা।


হিলি বাজার ঘুরে দেখা যায়, সব দোকানেই উঠেছে দেশীয় সাদা ও লাল বর্ণের নতুন আলু। এ দুই জাতের আলু দুদিন আগেও পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০ টাকা দরে। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। আর খুচরা পর্যায়েও পণ্যটির দাম বেড়েছে ১০ টাকা করে। খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫৫-৬০ টাকা থেকে বেড়ে গতকাল বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়। পুরনো আলুর সরবরাহ কমায় নতুন আলুর বাজার চড়া যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। দুয়েকটি দোকানে থাকা পুরনো আলু বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে।


দিনাজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, অধিদপ্তরের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।


তিনি বলেন, কেউ যেন অহেতুক কৃত্রিম সংকট তৈরি করে কোনো পণ্যের দাম বাড়াতে না পারেন, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাকে আর্থিক জরিমানাসহ অন্যান্য শাস্তির আওতায় আনা হবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ