নির্বাচন পর্যবেক্ষণে ৩২ সংস্থার জোট গঠন

নির্বাচন পর্যবেক্ষণে ৩২ সংস্থার জোট গঠন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩২টি দেশি সংস্থার সমন্বয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি) নামক একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এর সভাপতি করা হয়েছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মানুনকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান ও সিনিয়র সাংবাদিক কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানের শুরুতে কনসোর্টিয়ামের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম প্রসঙ্গে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৯৬টি সংস্থা থেকে ৩২টি নিয়ে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। আমরা অনুমোদিত ৩২টি সংস্থা বাংলাদেশের ৬৪টি জেলায় ৩০০টি সংসদীয় আসনে মোট ৯ হাজার ৫৫৭ জন পর্যবেক্ষকের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছি।

তিনি বলেন, পর্যবেক্ষকের মধ্য থেকে নির্বাচিত পর্যবেক্ষকদের ৮টি বিভাগে বিভক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পর্যবেক্ষক তৈরি করা হবে। ইওসির নিজস্ব মনিটরিং সেল থাকবে। সার্বক্ষণিক কার্যক্রম বাস্তবায়নের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে যা ইওসির নিজস্ব অফিসে বাস্তবায়িত হচ্ছে।

আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে কোনো বিষয়ে ত্রুটিবিচ্যুতি সংগঠিত হলে সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে তুলে নিয়ে আসা। এছাড়া নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যবহৃত নির্বাচনী উপকরণ এবং সংশ্লিষ্ট দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দক্ষতা, সক্ষমতা ও নিরপেক্ষতা সম্পর্কে অবহিত হয়ে ভবিষ্যতে ত্রুটি-বিচ্যুতি সংশোধনে নির্বাচন কমিশনকে অবহিত করা।

ইওসির সংগঠনগুলোর তালিকা


একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস-আরবান, ডিসএ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাক্টিভিটিজ (দিয়া), আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস), বিবি আছিয়া ফাউন্ডেশন (বিএএফ), লুৎফর রহমান ভূঁইয়া (এলআরবি), যুব উন্নয়ন সংস্থা, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে), কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), এসডাপ এ্যাসোসিয়্যাশন ফর ইন্টিগ্রেটেড সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ফর আন্ডার প্রিভিলিজড পিউপল, ভলান্টারি অর্গানাইজেশন ফর স্যোসাল ডেভেলপমেন্ট (ভোসড), সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি), সমাহার-মাল্টিডিসিপ্লিনারি রিচার্স এ্যান্ড ভেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও), সোস্যাল ইক্যুয়ালিটি ফর ইনফেকটিভ অরগানাইজেশন (সীড), পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো), শীল্ড (সোসাইটি ফর হিউম্যান ইমভমেন্ট এম্পাওয়ারমেন্ট এন্ড লাস্টিং ডেভেলপমেন্ট), এসো জাতি গড়ি (এজাগ), ফোরাম ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এফএফডিএ), প্রকাশ গণ কেন্দ্র (পিজিকে), রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (রাউডো), সার্ভিসেস ফর ইকুইটি এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট (সীড), রুরাল এডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (র‍্যাক বাংলাদেশ), ইকো-কনসার্ন এসোসিয়েশন (ইসিএ), এসো বাঁচতে শিখি (এবাস), রুরাল ভিশন (আরভি), পিপলস এ্যাসোসিয়েশন ফর স্যোসাল এডভান্সমেন্ট (পাসা), বিয়ান মণি সোসাইটি (বিএমএস), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), এআরডি (এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ)।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু