ডেলিভারি টাইগারের মার্চেন্টদের লোন দেবে ব্র্যাক ব্যাংক

ডেলিভারি টাইগারের মার্চেন্টদের লোন দেবে ব্র্যাক ব্যাংক

ডেলিভারি টাইগারের হাজার হাজার মার্চেন্টদের দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন সুবিধা প্রদান করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।


ডেলিভারি টাইগার হচ্ছে দেশের প্রথম এবং একটি জনপ্রিয় অনলাইন কুরিয়ার মার্কেটপ্লেস। যা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের লজিস্টিক সল্যুশনস প্রদান করে থাকে।


চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক সারাদেশে ডেলিভারি টাইগারের ক্ষুদ্র মার্চেন্টদের দেশের প্রথম ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ এবং ডিজিটাল মাইক্রো লোন ‘জীবিকা’ ঋণসুবিধা প্রদান করবে। এই ডিজিটাল লোনের আওতায় উদ্যোক্তারা কোনো প্রকার কাগজ-সংক্রান্ত ঝামেলা ছাড়াই ২৪/৭ ঘণ্টা তাত্ক্ষণিক ঋণ নিতে পারবেন।


এই পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্য হলো, ব্র্যাক ব্যাংকের বিস্তৃত এসএমই নেটওয়ার্কের সাহায্যে সারাদেশের তৃণমূল পর্যায়ে ই-কমার্স এবং উদীয়মান ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত ক্রমবর্ধমান ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রয়োজন পূরণ করা।


৪ ডিসেম্বর ২০২৩ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ডেলিভারি টাইগারের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এ. কে. এম. ফাহিম মাশরুর এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এবং ডেলিভারি টাইগারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


চুক্তি সম্পর্কে মন্তব্য করে সৈয়দ আব্দুল মোমেন বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই ব্র্যাক ব্যাংক এসএমই খাতে বিশেষ জোর দিয়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের এই ডিজিটাল লোন-সুবিধা দেশের ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের ফরমাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় নিয়ে আনার লক্ষ্যে আরও একটি মাইলফলক, যার ফলে তারা এখন সহজেই আর্থিক সেবা নিতে পারবেন। এই চুক্তি তৃণমূল উদ্যোক্তাদের ডিজিটাল টুল ব্যবহার করে সহজে ঋণপ্রাপ্তির সুযোগ প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবেন। এসএমই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করতে আমরা ভবিষ্যতেও আরও অনেক ডিজিটাল সল্যুশনস নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাবো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি