বৈশ্বিক মূল্যস্ফীতি স্বাভাবিক হবে আগামী বছর

বৈশ্বিক মূল্যস্ফীতি স্বাভাবিক হবে আগামী বছর
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় দ্রুতগতিতে কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস সঠিক হলে আগামী বছর মূল্যস্ফীতি স্বাভাবিক স্তরে নেমে আসবে। ফলে আগামী বছর বিশ্বব্যাপী ১৫২টি কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমাবে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

অর্থনীতিবিদরা জানান, কভিড-পরবর্তী মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা অনেক দেশে দেখা দিয়েছে। মূল মূল্যস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদে) যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশে নভেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বার্ষিক ২ দশমিক ২ শতাংশ কমেছে। ২০২৪ সালের শেষ নাগাদ এসব দেশের গড় মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি নেমে আসবে।

বিশেষজ্ঞরা জানান, মূল্যস্ফীতি কমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল হয়। ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়ে। কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমাতে উৎসাহ পায়।

বিশেষজ্ঞদের মতে, ‌ইউরো অঞ্চলে আগামী বছরের চতুর্থ প্রান্তিকে মূল্যস্ফীতি ১ দশমিক ৩ এবং যুক্তরাজ্যে ২ দশমিক ৭ শতাংশে নেমে আসবে। তখন মার্কিন মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের (ফেড) লক্ষ্যমাত্রার কাছাকাছি ২ দশমিক ২ শতাংশে নেমে আসবে।

মার্কিন কমার্স ডিপার্টমেন্ট জানায়, চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৬ শতাংশ। খাদ্য ও জ্বালানি বাদে এটি ছিল ৩ দশমিক ২, যা গত ছয় মাসে বার্ষিক হিসাবে মাত্র ১ দশমিক ৯ শতাংশ।

মার্কিন ফেড, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এবং ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) সবাই ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না