অর্থনীতিবিদরা জানান, কভিড-পরবর্তী মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা অনেক দেশে দেখা দিয়েছে। মূল মূল্যস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদে) যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশে নভেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বার্ষিক ২ দশমিক ২ শতাংশ কমেছে। ২০২৪ সালের শেষ নাগাদ এসব দেশের গড় মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি নেমে আসবে।
বিশেষজ্ঞরা জানান, মূল্যস্ফীতি কমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল হয়। ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়ে। কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমাতে উৎসাহ পায়।
বিশেষজ্ঞদের মতে, ইউরো অঞ্চলে আগামী বছরের চতুর্থ প্রান্তিকে মূল্যস্ফীতি ১ দশমিক ৩ এবং যুক্তরাজ্যে ২ দশমিক ৭ শতাংশে নেমে আসবে। তখন মার্কিন মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের (ফেড) লক্ষ্যমাত্রার কাছাকাছি ২ দশমিক ২ শতাংশে নেমে আসবে।
মার্কিন কমার্স ডিপার্টমেন্ট জানায়, চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৬ শতাংশ। খাদ্য ও জ্বালানি বাদে এটি ছিল ৩ দশমিক ২, যা গত ছয় মাসে বার্ষিক হিসাবে মাত্র ১ দশমিক ৯ শতাংশ।
মার্কিন ফেড, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এবং ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) সবাই ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এমআই