পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুল কাদের আজ শনিবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতুর ৩২ স্প্যান এরই মধ্যে সেতুর ৩৩টি পিয়ারের ওপর বসানো হয়েছে। সবশেষ স্প্যানটি ১১ অক্টোবর মাওয়া প্রান্তে বসানো হয়। আর আজ শনিবার শেষ হলো স্প্যানের ফিটিংয়ের কাজ।
পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর ৩৩তম স্প্যান বসানো হবে। এর ৫ দিন পর ২৫ অক্টোবর ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর ৩৪তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ৩০ অক্টোবর ২ এবং ৩ নম্বর পিয়ারের ওপর ৩৫তম বসানো হবে। নভেম্বর মাসের ৪ তারিখ ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। অর্থাৎ প্রতি পাঁচ দিন অন্তর একটি করে স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বাকি পাঁচটি স্প্যানও চলতি বছরই বসানোর পরিকল্পনা রয়েছে।