নিহত ওই ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩২)। তাঁর বাড়ি রাজশাহী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি সাভারে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। থাকতেন সাভারের ডগরমোড়া এলাকায়।
ঢাকা-আরিচা মহাসড়ক থেকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) যাওয়ার পথে লাশটি পড়ে ছিল। আজ ভোর পাঁচটার দিকে লাশ দেখে লোকজন সাভার থানাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, লাশের পাশেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র পড়ে ছিল। পরিচয়পত্রটি দর্শন বিভাগের মোস্তাফিজুর রহমানের।
এলাকার লোকজন বলেন, পৌর এলাকার শিমুলতলা ছিনতাইপ্রবণ এলাকা। এর আগেও ওই এলাকায় ছিনতাইকারীদের হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোস্তাফিজুর রহমান গত বুধবার ছুটিতে বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফেরার পথে শিমুলতলা এলাকায় বাস থেকে নামার পর তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর বুকে ছুরি দিয়ে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান।