বিএসইসি সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারী ট্রেজারি বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হবে। এছাড়াও সাব-অর্ডিনেট বন্ড, সুকুক, পারপিচুয়াল বন্ড নিয়ে আগামীকালের বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, পুঁজিবাজারের উন্নয়নে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর করনীয় ঠিক করতে এ বৈঠকে বসছেন দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বীমা কোম্পানির শেয়ারদর বৃদ্ধির কারন জানতে বিএসইসির চেয়ারম্যান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যানকে ডেকেছে অর্থ মন্ত্রনালয়।
তবে বিএসইসির উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টিকে গুজব ও ভিত্তিহীন বলে অর্থসংবাদকে নিশ্চিত করেছেন।