আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছর তৃতীয় প্রান্তিকে ইউনিট প্রতি লোকসান ছিল ৪৬ পয়সা।
কোম্পানিটির নয় মাসে ইউনিট প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আর নয় মাসে লোকসান ছিল ৭৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর,২০ নয় মাসে কোম্পানির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) মার্কেট প্রাইস দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সা। যা আগের বছর নয় মাসে ছিল ৮ টাকা ৪৯ পয়সা।