এফআইসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল দিলিপ চনয়ের সঞ্চালনায় সম্মেলনে এফআইসিসিআই সভাপতি ড. সংগীতা রেড্ডি; সিএসিসিআই সভাপতি সামির মোদি; এনআইটিআই আইয়োগের সহসভাপতি ড. রাজীব কুমার; এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থনৈতিক গবেষণা এবং আঞ্চলিক সহযোগিতা বিভাগের ম্যাক্রোইকোনমিক রিচার্স ডিভিশনের পরিচালক আবদুল আবিদ ও অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ম্যাক্রোকোনমিক অ্যানালিসিসের অনারারি প্রফেসর ড. অ্যান্ড্রু স্টোকেল উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি ও সিআইসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এবং অন্যান্য চেম্বারের প্যানেল সদস্য এবং অস্ট্রেলিয়া, ইরান, পাকিস্তান, রাশিয়া, তুরস্কের এফবিসিসিআইয়ের অংশীদারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতির পিতার ১০০তম জন্মবার্ষিকীর স্মরণে এবং ২০২১ সালে বাংলাদেশের ৫০ বছরের মাইলফলক তুলে ধরে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এফবিসিসিআই গত বছর ঢাকায় অনুষ্ঠিত ৩৩তম সিএসিসিআই সম্মেলনের আয়োজক হিসেবে সিএসিসিআই দেশগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি ও কৌশল স্থানান্তরে জোর দিয়েছিল।’