বুধবার (১১ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুছ ছালাম আজাদ।
উদ্বোধনী বক্তব্যে সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্ম কৌশল নির্ধারন করে নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ বৃদ্ধি, আমানত বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ ও লোকসানী শাখা হ্রাস, নগদ আদায় বৃদ্ধিসহ ফরেন রেমিট্যান্স আহরনে বিভাগীয় প্রধানদের নির্দেশনা দেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল জব্বার এবং মোঃ জসীম উদ্দিনসহ ১২ টি বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের সকল জিএম এবং সংশ্লিষ্ট ডিজিএমবৃন্দ অনলাইনের মাধ্যমে যুক্ত হন।