এইচএমডি গ্লোবাল ইউরোপের মোবাইল ডিভাইস বাজারকে লক্ষ্য করে ডিভাইস দুটি উন্মোচন করেছে। উভয় ডিভাইস ফোরজি মোবাইল নেটওয়ার্ক সমর্থন করবে। নকিয়া ৬৩০০ ফোরজি মডেলটি সবুজ, কালো ও সাদা রঙে বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ ইউরো। এতে ২ দশমিক ৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে ও ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কাইওএস অপারেটিং সিস্টেমে চলবে ডিভাইসটি। নকিয়ার নতুন ফোনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট স্টোরেজ সুবিধা। এতে ফ্ল্যাশ সুবিধাসহ ভিজিএ ক্যামেরা থাকবে। পাশাপাশি ডিভাইসটিতে এফএম রেডিও ও এমপিথ্রি প্লেয়ার সুবিধা থাকবে।
আবার নকিয়া ৮০০০ ফোরজি মডেলটি চারটি রঙে পাওয়া যাবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ ইউরো। ২ দশমিক ৪ ইঞ্চি মাপের কিউভিজিএ ডিসপ্লের ডিভাইসটিতে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট স্টোরেজ ও ভিজিএ ক্যামেরা রয়েছে।
অর্থসংবাদ/এসএ/১৭:২২/১১:১৭:২০২০