নকিয়ার নতুন দুই ফিচার ফোন উন্মোচন

নকিয়ার নতুন দুই ফিচার ফোন উন্মোচন
এইচএমডি গ্লোবাল ক্ল্যাসিক নকিয়া ৬৩০০ ও নকিয়া ৮০০০ মডেলের নতুন দুটি ফিচার ফোন উন্মোচন করেছে।খবর দ্য ভার্জ।

এইচএমডি গ্লোবাল ইউরোপের মোবাইল ডিভাইস বাজারকে লক্ষ্য করে ডিভাইস দুটি উন্মোচন করেছে। উভয় ডিভাইস ফোরজি মোবাইল নেটওয়ার্ক সমর্থন করবে। নকিয়া ৬৩০০ ফোরজি মডেলটি সবুজ, কালো ও সাদা রঙে বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ ইউরো। এতে ২ দশমিক ৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে ও ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কাইওএস অপারেটিং সিস্টেমে চলবে ডিভাইসটি। নকিয়ার নতুন ফোনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট স্টোরেজ সুবিধা। এতে ফ্ল্যাশ সুবিধাসহ ভিজিএ ক্যামেরা থাকবে। পাশাপাশি ডিভাইসটিতে এফএম রেডিও ও এমপিথ্রি প্লেয়ার সুবিধা থাকবে।

আবার নকিয়া ৮০০০ ফোরজি মডেলটি চারটি রঙে পাওয়া যাবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ ইউরো। ২ দশমিক ৪ ইঞ্চি মাপের কিউভিজিএ ডিসপ্লের ডিভাইসটিতে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট স্টোরেজ ও ভিজিএ ক্যামেরা রয়েছে।

অর্থসংবাদ/এসএ/১৭:২২/১১:১৭:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়