বৈশ্বিক ক্যারিয়ার, ইন্ডাস্ট্রি চেইন পার্টনার, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ ফোরামের আয়ােজন করে হুয়াওয়ে।।
আয়োজনের প্রথম দিন ‘ম্যাক্সিমাইজিং ওয়্যারলেস নেটওয়ার্ক ভ্যালু ফর আ গোল্ডেন ডেকেড অব ফাইভজি’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের নির্বাহী পরিচালক এবং ক্যারিয়ার বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট রায়ান ডিং।
রায়ান ডিং বলেন, আগামী দশক বিশ্বজুড়েই ফাইভজির উন্নয়নে সোনালী যুগ হিসেবে বিবেচিত হবে এবং পুরো শিল্প খাতকেই ফাইভজির ওপর আস্থা রাখতে হবে এবং সর্বোত্তম ফাইভজি নেটওয়ার্ক তৈরি করতে হবে। পাশাপাশি সবার সুবিধার জন্য ফাইভজির উপযোগিতা নিয়ে কাজ করতে হবে। বিগত প্রজন্মের চেয়ে ফাইভজির বিকাশ এখন দ্রুতগতিতে হচ্ছে। সারাবিশ্বে বর্তমানে ১০০টির বেশি বাণিজ্যিক ফাইভজি সেবাদানকারী নেটওয়ার্ক অপারেটর আছে।
অর্থসংবাদ/এসএ/১০:০৮/১১.১৯.২০২০