বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে বে টার্মিনালের জন্য ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। এরপর চট্টগ্রাম বন্দরের বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর এবং সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে বন্দর কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ফিজিবিলিটি স্টাডি চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবে। যাতে সিঙ্গাপুর তাড়াতাড়ি তাদের প্রস্তাব জমা দিতে পারে।
পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি (পিএসএ) বে টার্মিনালের ‘দুই-তিনটি জেটিসহ প্রথম কন্টেইনার টার্মিনাল’ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। পিএসএ কর্তৃপক্ষ দ্রুত তাদের প্রস্তাব সাবমিট করবে।